Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সুবর্ণচর, নোয়াখালী
বিস্তারিত

* কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য

ক). জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী ও লক্ষীপুর জেলার 

      চর এলাকার চাষীদের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈল  

      বীজ ব্যবহার নিশ্চিত করা;

 

খ). চর এলাকায় একর প্রতি ফলন বৃদ্ধির মাধ্যমে সেখানকার দরিদ্র

     জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়ন করা;

 

গ). ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সুবিধাদি বৃদ্ধি

     করা;

ঘ). পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে খামার ও এর পার্শ্ববর্তী এলাকার জীববৈচিত্র্য প্রতিষ্ঠা নিশ্চিত করা;

ঙ). খামার ও প্রকল্প এলাকায় প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে বীজ প্রযুক্তি, বাগান তৈরী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কৃষিবাণিজ্যের উপর কৃষক ও চুক্তিবদ্ধ চাষীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।