Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা ও ধাপ সমূহ
বিস্তারিত

সেবা এবং ধাপ

 ১। নাগরিক সেবা

 

ক্র:নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রাদানের সময়সীমা

 

 

(১)

(২)

(৩)

(৪)

(৫)

 

 

১.

বিএডিসি’র বীজ ডিলার

হিসেবে নিবন্ধন প্রদান

ক) নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি।

খ) আবেদন যাচাই বাছাই।

গ) কমিটির সুপারিশ

ঘ)  লাইসেন্স প্রদান

ক) আবেদন ফরম মূল্য-১০০/- টাকা।

খ) লাইসেন্স ফি- ৫০০.০০ (পাঁচশত) টাকা।

১৫ (পনের) কার্য দিবস

 

 

২.

কৃষক পর্যায়ে বীজ বিক্রয়

সরাসরি জেলা/উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে।

সরকার নির্ধারিত মূল্য

তাৎক্ষনিক

 

৩.

সরকারী/বেসরকারী

সংস্থায় বীজ সরবরাহ

ক) প্রস্তাব প্রাপ্তি

খ) বরাদ্দপত্র জারী ও বীজ সরবরাহ

সরকার নির্ধারিত মূল্যে

মজুদ থাকা সাপেক্ষে ০৩ থেকে ০৭ কার্যদিবস

৪.

ডিলার পর্যায়ে বীজ বিতরণ

ক) চাহিদাপত্র প্রাপ্তি

খ)  আদেশ  জারী।

সরকার নির্ধারিত মূল্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে।

৩ (তিন) কার্য দিবস

(মজুদ থাকা সাপেক্ষে)

                     
 

 

২। দাপ্তরিক সেবা

ক্র:নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাদানের সময়সীমা

(১)

(২)

(৩)

(৪)

১.

পি.আর.এল মঞ্জুর

ক) পিআরএল শুরুর কমপক্ষে  ০১ মাস পূর্বে আবেদন প্রাপ্তি।

খ) অফিস আদেশ জারী

০৭ কর্মদিবস।

২.

ছুটি নগদীকরণ মঞ্জুর

ক) আবেদনপত্র প্রাপ্তি

খ) মঞ্জুরীপত্র জারী

০৭ কর্মদিবস।

৩.

প্রদেয় ভবিষ্য তহবিল প্রদান

ক) আবেদনপত্র প্রাপ্তি

খ) মঞ্জুরীপত্র জারী

৪৫ কর্মদিবস।

৪.

আনুতোষিক প্রদান

ক) আবেদনপত্র প্রাপ্তি

খ) মঞ্জুরীপত্র জারী

৪৫ কর্মদিবস।

৫.

উচ্চ শিক্ষার জন্য প্রেষণ মঞ্জুর

ক) আবেদনপত্র প্রাপ্তি

খ) মঞ্জুরীপত্র জারী

০৭ কর্মদিবস।

৬.

চেয়ারম্যান মহোদয়ের স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান।

(ক) এতদসংক্রান্ত সুপারিশ কমিটির সভাপতির অনুমতি সাপেক্ষে সভা আহ্বান। (খ) চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে আবেদনকৃতদের সাহায্য প্রদান।

প্রতি ০৪ (চার) মাস পর পর।

৭.

চিকিৎসা সেবা

(ক) বিএডিসির চিকিৎসা কেন্দ্রে বিএডিসির কর্মকর্তা/ কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সেবা প্রদান।

(খ) ঔষধ মজুদ থাকা সাপেক্ষে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ।

তাৎক্ষণিক

৮.

প্রদেয় ভবিষ্য তহবিল অগ্রিম

ক) আবেদন প্রাপ্তি

খ) আবেদন যাচাই-বাছাই শেষে মোট জমার সর্বোচ্চ ৮০% অগ্রিমের চেক প্রদান।

৩০ কর্মদিবস।

৯.

কর্মচারী কল্যাণ তহবিল হতে ঋণ

ক) নির্ধারিত ফরমে  আবেদন প্রাপ্তি

খ) আবেদন যাচাই-বাছাই শেষে পদবি ভিত্তিক সর্বোচ্চ ১৫০০০/- টাকার চেক প্রদান

ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষ্যে

১০

গোষ্ঠীবীমার দাবী পরিশোধ সেবা

ক) মৃত/দূর্ঘটনার শিকার ব্যক্তির নমনীর নিকট থেকে আবেদন প্রাপ্তি।

খ) মঞ্জুরী পত্র জারী

জীবন বীমা কর্পোরেশন হতে চেক প্রাপ্তির ০৭ কর্মদিবসের মধ্যে।

 
 

 

 

 

 

) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

 

ক্র:নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

পদবী : সচিব, বিএডিসি, ঢাকা।

ফোন: ০২-৯৫৬৪৩৫৯

ইমেইল: secretary@ badc.gov.bd

ওয়েব : www.badc.gov.bd

তিন মাস

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

আপিল কর্মকর্তা

পদবী : চেয়ারম্যান, বিএডিসি, ঢাকা।

ফোন: ০২-৯৫৬৪৩২৮, ৯৫৬৪৩৫৮ ইমেইল:chairman@badc.gov.bd

ওয়েব: www.badc.gov.bd

এক মাস

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র

৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

ইমেইলঃ secretary@moa.gov.bd

ওয়েব :www.moa.gov.bd

তিন মাস